ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৭:১৬, ৮ ডিসেম্বর ২০১৭

কবিতা

রেবিকা আমার মগজে মতিন বৈরাগী রেবিকা আমার আমি তার সে শুয়ে আছে মগজে আমার এক রাতে বেশুমার বেশুমার চিৎকার আকাশটা চমকালো রেবিকা বাড়ায় হাত আমাকে সে কাছে টানে আমি জানি সেও জানে এসবের যত সব মানে রেবিকা শুয়ে আছে জানালায় চাঁদ ঝিকমিক গলা যেন সে চাঁদ আজ চাঁদের আলোয় উতলা কে পাশে আছে? কাউকে কি রেবিকা রেখেছে গোপন আমি ইতস্তত, কেঁপে যায় মন, রেবিকা হাসে- রেবিকা পাশ ফেরে শোয় মগজের খাটিয়াটা দোলে কে যেন চুপি চুপি দরজাটা খোলে মগজের ঘরে বাতি নিভে যায় রেবিকা আমার মগজের নিরুদ্বিগ্ন আদম হাওয়া রাত সে আমার আমি তার সংশয়ের যত ধারাপাত আমার মগজে থাকে- রেবিকা আমার, আমি তার, ১৮.০৭.১৭./* ** মেঘবাড়ি সোহরাব পাশা সন্ধ্যে ছুঁয়েছে রাত্রির ধুলো ও পারেই সেই হলুদ বাড়িটা একা সারারাত অন্ধকারে ভিজে ছায়াদের ঠিকানা নিশ্চুপ চুরি হয়ে গেছে কোথাও ছিন্নভিন্ন গোপন কুসুম অন্তর্গত কারুকাজ শরীরের শিল্পকলা নিঃশ্বাসের গাঢ় শব্দ মানুষ শেখেনি তার দাহ বিনাশের বৃষ্টিভাষা ডাকঘর বিলি করছে মৃত জ্যোৎনা বিবর্ণ খাম ভাঙা সেতুর ওপর তুমি তোমার ওপর জল-নিচে ঘূর্ণি হাওয়া পা থেকে উধাও পথ কীভাবে ভালোবাসার মেঘবাড়ি যাবে একা একমাত্র অভিধান ছাড়া ভালোবাসা শব্দটির সঠিক-নির্ভুল ব্যবহার কোথাও নেই ভালোবাসা-ঝিনুকের মুক্তোর বদলে মেলে কাদা ** হেমন্ত এক বৌরানী দুলাল সরকার শিউলি বালা, শিউলি বালা তোমার বুঝি মন খারাপ উঠোন জুড়ে ঝড়বে না আর নেই ফুলে আর সেই পরাগ বন্ধ হল সব পরীদের শুভ্র পাখার লুটোপুটি আমি যে শুনবো না আর তাদের পায়ে গুটি গুটি এখন শরৎ হারিয়ে গেল হারিয়ে গেল শিউলি কোন ফাঁকে যে উঁকি মারল হেমন্ত এক বৌরানী, এমনি করে ঘুরে ঘুরে ঋতুর সাথে মনের ঘড়ি দেখ কেমন পাল্টে গেল মন দিয়ে যে মন পরী ** বদল রেজওয়ান তানিম পদছাপ মুছে গেছে বলে বিক্ষত তটরেখা না বলা বেদনায় মুখ লুকিয়ে কাঁদছে। এদিকে অন্তর্গত ক্ষয়রোগ জানান দিচ্ছে হতাশায়Ñ এ হাত পুড়েছে বার বার, পরাজিত প্রেমের অগ্নিতৃষ্ণায়। ক্ষত নিয়ে ডুবে যাচ্ছি নিজস্ব বালির মন্দিরে! যতবার বদলেছি ক্ষতস্থানের উপশম, ওষুধমাখা গজকাপড়; ততবার মনে হয়েছে ধীরে ধীরে যেন সাপ হয়ে গেছি। বদলাচ্ছি খোলস। কি আশ্চর্য! নিজস্ব বিবর্তনেই এখন মুগ্ধতার গান শুনি। এমনকি যে অবিশ্বাস অন্ধকারের নামে পড়তে শিখিয়েছিল আমাকে প্রশ্নই শাশ্বত; সেও মেলাতে পারে না কিছুতেই, অচেনা মনে করে। কে আমি? আমি কি তবে ভুলে যাওয়া মায়ামন্ত্র দিন বা কল্পনার অনেক আগামী? অথবা রোদের রঙ, আর ভুলে যাওয়া কবিতার ছায়াসঙ্গম! হয়ত বদলই আমি, আমিই অভিশাপ।
×