ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৌফিক অপু

রাষ্ট্রনায়কদের কথা

প্রকাশিত: ০৭:১৪, ৮ ডিসেম্বর ২০১৭

রাষ্ট্রনায়কদের কথা

গণতন্ত্র, সমাজতন্ত্র কিংবা এক নায়কতন্ত্র শব্দ গুলো শুনলেই যে কোন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা মনে পড়ে যায়। আরও মনে পড়ে যায় এর সঙ্গে জড়িত রাস্ট্রনায়কদের কথা। কোন কোন রাষ্ট্রনায়ক নন্দিত হয়েছেন যা এখনও উজ্জ্বল হয়ে আছে আবার কোন কোন রাষ্ট্রনায়ক নিন্দিত হয়েও ঠাঁই পেয়েছেন ইতিহাসের পাতায়। আবার আত্নদানের মাধ্যমে কেউ কেউ অনন্য মহিমায় অধিষ্ঠিত হয়েছেন। এমনই বেশ কিছু কিংবদন্তী রাষ্ট্র নায়কদের নিয়ে ‘বিশ্ব সেরা রাস্ট্রনায়ক’ বইটি লিখেছেন সাইফুল ইসলাম চৌধুরী। চমৎকার গড়নের বইটিতে তিনি ৪৮ জন কিংবদন্তী রাস্ট্র নায়কের জীবনী তুলে ধরেছেন বেশ সুনিপুনভাবে। বইটির শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী এবং ইতিহাসের উজ্জ্বলতম নেতা ও রাস্ট্র নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনীর উল্যেখযোগ্য অংশ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। তবে এর মধ্যেই পাঠক পরিপূর্ন বঙ্গবন্ধুর ছোঁয়া পাবে। তবে এর পরেই আরেক মহান নেতা ইন্দিরা গান্ধীর জীবনে সে তুলনায় বেশ ছোট আকারেই লেখা হয়েছে। তার বর্নাঢ্য জীবনী থেকে আরও কিছু অংশ হয়তো এ বইয়ের পাতায় ঠাঁই পেতে পারতো। এছাড়া হাইতির জাতির পিতা জিন জাক্যুয়াস ডেসলাইনস থেকে শুরু করে তুরস্কের আধুনিক রূপকার মুস্তাফা কামাল আতাতুর্ক ও বর্তমান সময়ের বলিভিয়ার হুগো শ্যাভেজ পর্যন্ত রাস্ট্রনায়কদের জীবনী সত্যি পাঠকদের মুগ্ধ করবে। পাঠক জানতে পারবে পা১র্শ্ববর্তী দেশ সিঙ্গপুর কিংবা থাইল্যান্ডের রাস্ট্রানায়করা কেন এত জনপ্রিয় এবং কি তাদের কর্মযজ্ঞ ছিল। সবকিছু মিলিয়ে এ বইটি মনের অন্যতম এক খোড়াক হতে পারে। সাউন্ড বাংলা থেকে প্রকাশিত বইটির মূল্য ধরা হয়েছে মাত্র ২২০ টাকা। বইটি রকমারি ডট কম অনলাইন থেকেও সংগ্রহ করা যাবে। লেখক বইটিকে তার একমাত্র চাচ এবং চাচীকে উৎসর্গ করেছেন। লেখকের পরিশ্রমের ছাপ পাওয়া যাবে বইটিতে। সে কারনে বইটি পাঠককে সহজেই আকৃষ্ট করবে বলে আশা করা যায়।
×