ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীতে স্টাইলিশ টুপি

প্রকাশিত: ০৬:৫৬, ৮ ডিসেম্বর ২০১৭

 শীতে স্টাইলিশ টুপি

*এ ধরনের টুপিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টমি হিলফিগার চলতি বছরের শীত মৌসুমকে সামনে রেখে এ টুপি ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে বাজারজাত করবে। এক রঙা নয়, কয়েকটি রঙের স্টাইপ প্যাটার্ন যা শীত থেকে করবে রক্ষা আর ফ্যাশনেও আনবে বৈচিত্র্য। *তারা বলছে সেই টুপিই এই শীতে পরুন যা আপনার মুখের সঙ্গে মানান সই। আপনার সুন্দর মুখাবয়বকে আরও বেশি সুন্দর করে তুলবে। ফ্যাশন হাউস এনজেনিয়া কিম এ ধরনের টুপি বাজারে নিয়ে আসছে শীত উপলক্ষে। *গায়ের সোয়েটার কিংবা জ্যাকেটের রঙের সঙ্গে মিলিয়েও পরতে পারেন টুপি। এতে আপনার রূপ সৌন্দর্য বেড়ে যাবে। আর চুলগুলো এমনভাবে রাখুন যা টুপি পড়ার পর সকাল-সন্ধ্যা কিংবা রাতের ঠান্ডা বাতাস আপনার গলায় না লাগে। অর্থাৎ এ রকম টুপি পরলে চুল বাঁধবেন না। *ফ্যাশন ডিজাইনার স্টিভেন এ্যালেনর ডিজাইন করা এই টুপি কপাল থেকে টেনে একবারে কান ঢেকে পরার জন্য। শীত থেকে রক্ষা করবে আবার লাগবে চমৎকার। চুল দুপাশে বেঁধেও পরা যাবে। *চুল যেন মুখের ভেতর না আসে। চুলগুলো বেণী করে বেঁধে ফেলুন। তবে বাধা চুলগুলো লুকানোর কিছু নেই। টুপিটি নিয়ে একেবারে কান পর্যন্ত টেনে পরে ফেলুন।
×