ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদীয়মানদের জন্য বিপিএলই একমাত্র মঞ্চ নয় ॥ হাবিবুল

প্রকাশিত: ০৬:২২, ৮ ডিসেম্বর ২০১৭

উদীয়মানদের জন্য বিপিএলই একমাত্র মঞ্চ নয় ॥ হাবিবুল

মোঃ মামুন রশীদ ॥ জাতীয় ক্রিকেট দলের পাইপলাইনে কারা থাকবেন কিংবা নতুনদের মধ্যে কারা সুযোগ পাবেন সেই পর্যবেক্ষণটা ঘরোয়া আসরগুলোতেই থাকে। জাতীয় দলের নির্বাচকরা, কোচ ও সংশ্লিষ্টতা তীক্ষè নজর রাখেন উদীয়মান ক্রিকেটারদের দিকে। আর এভাবেই গত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে মারকুটে ওপেনার মেহেদী মারুফ জাতীয় দলের ক্যাম্পে সুযোগ করে নিয়েছিলেন। এবার বিপিএল থেকে নির্বাচকদের নজরে কেউ কী আসতে পেরেছেন? জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার জানালেন যেসব ক্রিকেটার নজরে থাকেন তাদের ৬ মাস কিংবা এক বছর ধরেই পর্যবেক্ষণে রাখা হয়। তাদের পারফর্মেন্স বিশ্লেষণ করা হয়। শুধু বিপিএল কিংবা একটি ঘরোয়া আসরের নৈপুণ্যই একমাত্র মঞ্চ নয় জাতীয় দলের পাইপলাইনে আসার জন্য। গত বিপিএলে সাড়া জাগিয়েছিলেন মেহেদী মারুফ। ঢাকা ডায়নামাইটসের হয়ে এ ওপেনার দুর্দান্ত ব্যাটিং করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। বিস্ফোরক কিছু ইনিংস খেলেছিলেন এক সময় সাকিব-তামিমদের সতীর্থ হিসেবে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটে খেলা এ ওপেনার। পরবর্তীতে গত বছর ডিসেম্বরে তাকে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের সঙ্গে সফরে নেয়া হয়েছিল। মারুফ ছিলেন সে সময় ক্রিকেট ডেভেলপমেন্টের অধীনে উদীয়মান ও সম্ভাবনাময় তারকা হিসেবে। কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি বলে হারিয়ে গেছেন। এবার বিপিএলেও তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘আমরা সবাইকে সুযোগ দিয়ে থাকি। সে সুযোগটা কাজে লাগানো কিন্তু ওই ব্যক্তির ব্যাপার। যে পারফর্ম করে তাকে কোন না কোনভাবে সামনে নিয়ে আসার চেষ্টা করি। তার ভাল খেলাটা তাকেই দেখিয়ে যেতে হবে।’ ২০১৫ বিপিএলে বল হাতে আলো ছড়িয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন তরুণ পেসার আবু হায়দার রনি। পরে জাতীয় দলের হয়ে টি২০ অভিষেকও হয়েছিল তার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারেননি নেত্রকোনার এ তরুণ পেসার। গত বিপিএলেও ছিলেন অনুজ্জ্বল। তবে এবার তিনিসহ আরেক তরুণ পেসার আবু জায়েদ রাহী এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল হক দারুণ কিছু নৈপুণ্য দেখিয়েছেন। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘ দেখেন আমরা শুধু বিপিএলের ওপর ফোকাস করি না। যাদের ওপর ফোকাস থাকে ৬ মাস/১ বছর ধরেই আমাদের ফোকাস থাকে। বিপিএলে যারা ভাল করেন তাদের আন্তর্জাতিক ম্যাচে পারফর্ম করতে সুবিধা। এখানে অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় খেলে থাকেন। কিন্তু আমরা শুধু বিপিএল দেখি না। যাদের দেখছি ৬ মাস-১ বছর ধরে দেখছি।’ কিন্তু যারা এবার আলো ছড়িয়েছেন তাদের দিকে বেশ ভালভাবেই দৃষ্টিটা রেখেছেন নির্বাচকরা। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘আরিফুল খুব প্রতিশ্রুতিশীল। এ রকম প্রতিশ্রুতিশীল পারফর্মেন্স আরও অনেকেই করেছে। আমাদের সিলেকশন পদ্ধতিতে যারা ভাল করেছে এইচপি দল অথবা ‘এ’ দলেও কিন্তু খেলেছে। এখান থেকে নিজেকে এগিয়ে নেয়ার ব্যাপারটা কিন্তু ওই খেলোয়াড়টির।’ একমাস পরই আরেকটি ঘরোয়া সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোমসিরিজ খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে ত্রিদেশীয় একটি সিরিজও আছে। তবে জাতীয় দলের কোচ নেই আপাতত। চান্দ্রিকা হাতুরাসিংহে পদত্যাগের পর তার উত্তরসূরি হওয়ার জন্য আগ্রহীদের মধ্যে রিচার্ড পাইবাস ইতোমধ্যেই সাক্ষাতকার দিয়েছেন। এই সার্বিক বিষয়াদি নিয়ে হাবিবুল বলেন, ‘বিপিএলটা একমাস বেশ লম্বা, অনেক পরিশ্রম করতে হয়েছে। তারা একটা বিশ্রাম পাবেন। সামনের সিরিজের আগে বিশ্রাম দেয়ার সুযোগ হবে। যে-ই কোচ হোক বাংলাদেশ দলের ভালর জন্যই আসবেন। আসলে কোচ সবাই-ই ভাল। তো তাদের কাছ থেকে কতটা কাজ আদায় করছি আমরা, আমাদের খেলোয়াড়রা কতটা মানিয়ে নিতে পারছে তার ওপর বেশি নির্ভর করবে। বিপিএল শেষ করার পর আমরা বসব। হয়তো সপ্তাহ খানেক বা ১০ দিনের বিশ্রাম পাবে। এর মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস (জাতীয় লীগ) একটা ম্যাচও আছে। সেটাও হয়তো খেলবে।’
×