ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীপুরে সালিশী বৈঠকে ব্যবসায়ীকে হত্যা

প্রকাশিত: ০৩:৩১, ৭ ডিসেম্বর ২০১৭

শ্রীপুরে সালিশী বৈঠকে ব্যবসায়ীকে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত সালিশী বৈঠকে বৃহষ্পতিবার সন্ধ্যায় জেঠাতো ভাইয়ের মারধরে নিহত হয়েছে এক ব্যবসায়ী। নিহতের নাম নাজমুল হক মন্ডল বাসাত (৪৫)। সে শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর পূর্বপাড়া ১নং ওয়ার্ডের আফতাব উদ্দিন মন্ডলের ছেলে এবং ভাঙ্গারী ব্যবসায়ী। শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) হেলাল উদ্দিন ও এলাকাবাসি জানায়, শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের মাসুম মন্ডলের সঙ্গে তার চাচাতো ভাই নাজমুল হক বসাত মন্ডলের সঙ্গে বেশ কিছুদিন ধরে এক খন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য উভয়পক্ষের সম্মতিতে বৃহষ্পতিবার সন্ধ্যায় নাজমুলের বাড়ির পাশে গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শ্রীপুর পৌর সভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়ার পরপরই মাসুম মন্ডল ও নাজমুল মন্ডলের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মাসুম তার চাচাতো ভাই নাজমুলকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এতে নাজমুল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর মডেল থানার এসআই মোহসীন হোসাইন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
×