ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচন বাঙ্গালী জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন ॥ নাসিম

প্রকাশিত: ০৩:৩০, ৭ ডিসেম্বর ২০১৭

আগামী নির্বাচন বাঙ্গালী জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঙ্গালী জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য , ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- বিএনপি তাদের দোসর জামাতকে নিয়ে আবারও মাঠে নামছে নির্বাচন ভন্ডুল করার জন্য। মুক্তিযোদ্ধা জনতাকে সতর্ক থাকতে হবে ,ওরা ক্ষমতায গেলে জাতীয় অস্তিত্ব বিপন্ন হবে, আবারও ২১ আগষ্টের ভয়াবহ হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি ঘটবে। তিনি বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে দেয়া বক্তব্যে এ কথা বলেছেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন- বিএনপি জনগণের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করে যারা গনতন্ত্র হরণ করেছিল তারাই এখন গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে। জেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ম,ম আমজাদ হোসেন মিলন এমপি, তানভীর ইমাম এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, হাজী ইসহাক আলী ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। জনসভায় মোহাম্মদ নাসিম বলেছেন-আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেজ্ঞের নির্বাচন। এ নির্বাচনে কোন ব্যক্তির অহমিকার জন্য স্বাধীনতার প্রতীক যেন পরাজিত না হয় সে জন্য সতর্ক থাকার আহবান জানিয়ে নাসিম আরো বলেছেন নির্বাচনের বাজনা বেজে গেছে। বিএনপি সহ সকল দলকে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়ে খালেদার জিয়ার উদ্দেশ্যে বলেছেন তত্বাবধাযক সরকার মরে গেছে। এ জন্য দাবী বা মায়া কান্না করে লাভ নেই । নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধান মন্ত্রী শেখ হাসিনার অধীনে। সে নির্বাচনে কেউ যেন মাঠ ছেড়ে পালিয়ে না যান বলেও তিনি খালেদা জিয়ার প্রতি আহবান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের একজন সাহসী নেত্রী উল্লেখ করে বলেছেন-নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরু করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন এতা বড় অর্জন বিশ্বের কোন নেতা করতে পারেননি। তিনি বলেন বাংলদেশে নির্বাচন হয় দুইপক্ষের। একটি নৌকা প্রতিকের, অপরটি নৌকাবিরোধী। এ নির্বাচন হবে বাঙালির অস্তিত্বের নির্বাচন। ভুল করলে জাতি চরম সংকটের মধ্যে পড়বে বলেও তিনি মন্তব্য করেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলেও তিনি মন্তব্য করেন। তিনি তাঁর জামাতাকে আগামী নির্বাচনে ভোট দেবার আহবান জানিয়ে সিরাজগঞ্জে ৬ টি আসনেই নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান। সরকারের দুই হেভিওয়েট মন্ত্রীর সিরাজগঞ্জে আগমনের প্রচারে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেছে। মুক্তির সোপানে অনুষ্ঠিত বিকেল তিনটার এই জনসভা দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নৌকা সাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এবং সর্বস্তরের জনতার উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। জনসভাস্থর মুক্তির সোপান ছাড়িয়ে আশে পাশের সড়কেও লোকে লোকারণ্য হয়ে হঠে। এর আগে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধনী ফলক উন্মোচন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
×