ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে রাস্তা খুঁড়তে গিয়ে পাওয়া গেল স্টেইনগান

প্রকাশিত: ০৩:২৯, ৭ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে রাস্তা খুঁড়তে গিয়ে পাওয়া গেল স্টেইনগান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের শিবচরে রাস্তা খোঁড়ার সময় মাটি কাটার শ্রমিকরা একটি স্টেইনগান পেয়েছেন। এ সময় তারা পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে শিবচর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টেইনগানটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর গ্রামে একটি রাস্তায় মাটি খোঁড়ার কাজ করছিল একদল শ্রমিক। মাটি খোঁড়ার এক পর্যায়ে তারা মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন। তখন শ্রমিকরা সবাই মিলে মাটি সরিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি স্টেইনগান দেখতে পেয়ে পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হাওলাদারকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে স্টেইনগান দেখে পুলিশে খবর দেয়। পরে শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টেইনগানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘পাঁচ্চর ইউনিয়নের চেয়ারমানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় মরচে ধরা একটি স্টেইনগান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
×