ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে নাশকতা মামলার ৭ জামায়াত-বিএনপি ক্যাডার জেল হাজতে

প্রকাশিত: ০৩:২৯, ৭ ডিসেম্বর ২০১৭

দিনাজপুরে নাশকতা মামলার ৭ জামায়াত-বিএনপি ক্যাডার জেল হাজতে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের নবাবগঞ্জে সরকার বিরোধী নাশকতা ঘটনার ৭ জামায়াত-বিএনপি ক্যাডারদের বিচারক জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেছেন। আদালত সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আদালতের দায়িত্বে নিয়োজিত বিচারক বিশ্বনাথ মন্ডলের আদালতে ৭ জামায়াত-বিএনপি ক্যাডার আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আসামীরা হলেন জামায়াতের তাহেরুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (৩৮), ইউনুস আলী (৪০), বিএনপির জিল্লুর রহমান (৩০), সবুজ আহমেদ (৩৫), হাসান আলী (৪০) ও সাজু মিয়া (২৮)। আদালতের সূত্রটি জানায়, গত ২০১৫ সালের ২ ফেব্রুয়ারী সকাল ৮টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে একটি পেঁয়াজ বোঝাই ট্রাকে জামায়াত-বিএনপির ক্যাডারেরা পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিসংযোগ করে ট্রাকের মাল এবং ট্রাকের ব্যাপক ক্ষতিসাধন করে। এঘটনায় ট্রাক চালক টাঙ্গাইল সদর উপজেলার এনামুল হক বাদী হয়ে ওই দিন দুপুরে নবাবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ মামলাটি তদন্ত করে গত জুন মাসে ৩২ জন জামায়াত-বিএনপি ক্যাডারদের ঘটনার সাথে জড়িত থাকার অপরাধ শনাক্তে আদালতে অভিযোগপত্র পেশ করে। বিচারক অভিযোগপত্রে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। আজ বৃহস্পতিবার মামলার আসামীদের মধ্যে ৭ জন আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক উক্ত আদেশ প্রদান করেন।
×