ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:০৩, ৭ ডিসেম্বর ২০১৭

খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিদেশে অর্থ পাচার ও এতিমদের অর্থ আত্মসাৎ করার দায়ে অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেফতরের জন্য পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, দফতর সম্পাদক দেলোয়ার শাহাজাদা, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। সাইফুর রহমান সোহাগ বলেন, জাতি অশিক্ষিত নেতৃত্ব দেখতে চায় না। অশিক্ষিত লোক ক্ষমতায় গেলে বিদেশে অর্থ পাচার, দুর্নীতি আর জঙ্গিবাদ সব কিছুই বেড়ে যায়। তাই খালেদা জিয়া আর অশিক্ষিত, দুর্নীতিবাজ তারেককে পরিহার করুন। এবং আগামী নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করুন। এস এম জাকির হোসাইন বলেন, এতিমদের অর্থ পাচার করে বিদেশে বসে তারেক জিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ তা কখনো মেনে নিবে না। এ ষড়যন্ত্র মোকাবেলার অংশ হিসেবে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। আবিদ আল হাসান বলেন, বাংলাদেশের মানুষ আর রাজাকারদের গাড়িতে পবিত্র লাল-সবুজের পতাকা দেখতে চায় না। আবার দুর্নীতি ও জঙ্গিবাদ দেখতে চায়না। দেশরতœ শেখ হাসিনার আমলেই দেশের মানুষ ভালো আছে। তাই আগামী নির্বাচনে মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে আর জঙ্গীমাতা খালেদা জিয়াকে প্রত্যাহার করবে।
×