ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা ও তারেক গ্রেফতারের দাবিতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০২:১০, ৭ ডিসেম্বর ২০১৭

খালেদা ও তারেক গ্রেফতারের দাবিতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জবি সংবাদদাতা ॥ বিদেশে অর্থ পাচার ও এতিমদের অর্থ আত্মসাৎ করার দায়ে অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জবি শাখা ছাত্রলীগ। মিছিলটি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বর থেকে বের হয়ে পুরো ক্যাম্পাস এবং ভিক্টোরিয় পার্ক প্রদক্ষিণ করে শহীদ মীনারের সামনে এসে শেষ হয়। এসময় তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তরা বলেন, এতিমদের অর্থ পাচার করে বিদেশে বসে তারেক জিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারেক জিয়া ও তার মাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত এনে গরিব দুঃখি মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগাতে হবে। বাংলাদেশের অসহায়,মেহনতি মানুষের টাকা বিদেশে পাচার করে জিয়া পরিবার যে অপরাধ করেছে,তার শাস্তির দাবিতেই ছাত্রলীগ আজ মাঠে নেমেছে। বেগম খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক জিয়াকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দেলন চালিয়ে যাবেন বলেও জানান তারা। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তুর্য ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রাসেল সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
×