ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে শিশুদের মাঝে পুষ্ঠি সহায়তা

প্রকাশিত: ০২:০৭, ৭ ডিসেম্বর ২০১৭

দুর্গাপুরে শিশুদের মাঝে পুষ্ঠি সহায়তা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা ॥ বিরিশিরি চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের আয়োজনে, কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বিরিশিরি নিজস্ব অফিস হলরুমে শিশুদের মাঝে ডিপ্লোমা দুধের প্যাকেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার এ কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার মার্ক দেবাশীষ রেমা তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সূচনা ঘটান। চাইল্ড কেয়ার গিভার প্রতীমা রং এবং নিষ্টা জাম্বেল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন কম্পেশন লোকাল কমিটির ষবাপতি প্লাষ্টার সার্জেন্ট রিছিল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড, মুশফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ। এখানে শিশু অধিকার, শিশু শ্রম, শিশু নিরাপত্তা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সামাজিক নিরাপত্তার নানাদিক নিয়ে সার্বিক জীবন মান উন্নয়ন সহ আলোচনা শেষে ৩শত ৬৭ জন শিশুর মাঝে প্রত্যোককে পুষ্টি সহায়তার অংশ হিসাবে ৩শত ৫০ গ্রাম করে ডিপ্লোমা দুধের প্যাকেট বিতরণ করা হয়। বিরিশিরিতে এ প্রকল্পটি ২০০৬ ইং সাল থেকে ১শত শিশুদের নিয়ে শুরু করলেও বর্তমানে এ প্রকল্পের আওতায় ৩শত ৬৭ জন শিশু রয়েছে। প্রত্যেকেই পড়াশুনার জন্য যাবতীয় খরচ, চিকিৎসা সেবা, পুষ্টি সহায়তা,সংস্থার পক্ষ থেকে দিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, শিশুর ১৮ বছর পর্যন্ত এ সাপোর্টাতো পাবেই। এরপর মেধাবী ছাত্র,ছাত্রী হলে তাদের সকল ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং যা চলমান। এ কার্যক্রম বিরিশিরির ভূলিগাঁও, কানিয়াইল, তেলুঞ্জিয়া, উৎরাইল ,দক্ষিণ ভবানীপুর, সাগরদিঘী, বারইপাড়া,ঘোড়াইত অব্যাহত আছে। শিশুদের ও অভিভাবকদের মাঝে মাঝে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয়।
×