ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

প্রকাশিত: ০২:০৪, ৭ ডিসেম্বর ২০১৭

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রার্থী হওয়ায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ এম নুরুজ্জামান ও উপজেলা তাঁতীলীগের আহবায়ক আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর। জানা গেছে, ৬ ডিসেম্বর বুধবার বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের দিনেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। ওই রাতেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা তাঁতীলীগের আহবায়ক আনোয়ার হোসেন তালুকদার বাহাদুরকে বহিষ্কার করেন জেলা তাঁতীলীগের আহবায়ক এস এম বদরুদ্দোজা। অপরদিকে একই অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ এম নুরজ্জামানকেও বহিষ্কার করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ দিকে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী বকশীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
×