ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় স্কুলছাত্রীকে উত্যক্তর ঘটনায় কলেজ ছাত্রের সাজা

প্রকাশিত: ০২:০৪, ৭ ডিসেম্বর ২০১৭

গাইবান্ধায় স্কুলছাত্রীকে উত্যক্তর ঘটনায় কলেজ ছাত্রের সাজা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সদর উপজেলার খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত ও পরীক্ষার হলরুমে মারপিটের অভিযোগে উজ্জল মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রকে তিন মাসের সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রওনক জাহান এ সাজার আদেশ দেন। উজ্জল সদর উপজেলার দারিয়াপুর হাজী ওসমান গণি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর খোলাহাটী গ্রামের দুদু মিয়ার ছেলে কলেজ ছাত্র উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে ৯ম শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। সকালে ছাত্রীটি বাড়ি থেকে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাওয়ার পথে উজ্জল তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু ছাত্রীটি তার বাধা উপেক্ষা করে স্কুলে গিয়ে পৌছে। পরে ওই ছাত্রী পরীক্ষার হলে প্রবেশ করলে উজ্জল তাকে সেখানে গালিগালাজ করে এবং একপর্যায়ে তাকে চরথাপ্পর মেরে দ্রুত সেখান থেকে সে সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করে উজ্জল মিয়াকে ধরে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আনে। এব্যাপারে প্রধান শিক্ষক মোছাঃ আসমা হক্কানী তাৎক্ষনিকভাবে সদর থানার ওসিকে বিষয়টি অবগত করলে পুলিশ উজ্জলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের সাজার আদেশ দেন।
×