ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন নির্মূলকরণে মানবন্ধন

প্রকাশিত: ০২:০১, ৭ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন নির্মূলকরণে মানবন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “লজ্জা দ্বিধা ভয় আর নয়, যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সময়” এই শ্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ ২০১৭ পালন উপলক্ষে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে যৌন হয়রানি জেলা নির্মূলকরণ নেটওয়ার্ক -এর আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নাহার প্যারিস প্রমূখ। বক্তাগন নারী নির্যাতন বন্ধে দলমত নির্বিশেষে ঐক্যমতের ভিত্তিতে পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নের আহবান জানান।
×