ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী আইএইচটিতে হামলা ॥ ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০০:২২, ৭ ডিসেম্বর ২০১৭

রাজশাহী আইএইচটিতে হামলা ॥ ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক ॥ রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা পর কমিটি বিলুপ্তের সঙ্গে চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বুধবার রাতে সাড়ে ১১টার দিকে তাদের বহিষ্কারের নির্দেশ দেন বলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান। এরা হলেন আইএইচটি ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মিজান আলী, ফয়সাল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহিন। রকি ঘোষ বলেন, ছাত্রীদের ওপর হামলার ঘটনায় তাদের বহিষ্কারের সুপারিশ করে বুধবার রাতে কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানো হলে রাতেই সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বহিষ্কারের নির্দেশ দেন। এর আগে বুধবার সন্ধ্যায় আইএইচটি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে রাজশাহী মহানগর ছাত্রলীগ। এদিকে ছাত্রীদের ওপর হামলা ঘটনা তদন্তে এক কমিটি করেছে আইএইচটি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে তিন সদস্যে এ কমিটি গঠন করেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম বলেন, সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে প্রধান করেন তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় ইনস্টিটিউট কর্তৃপক্ষ এখনও কোনো মামলা করেনি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। বহিরাগতদের উৎপাত বন্ধ ও নিরাপত্তার দাবিতে বুধবার সকালে অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু আইএইচটির হোস্টেলের ছাত্রীরা। পরে সেখান থেকে তাদের বের করে দেওয়া হলে হোস্টেলের সামনে অবস্থান নেয়। সেখানে আন্দোলনরত ছাত্রীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।
×