ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাগুরা মুক্ত দিবসে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:২২, ৭ ডিসেম্বর ২০১৭

মাগুরা মুক্ত দিবসে বিজয়  র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে । সকাল ১১টায় শহরে বিজয় র্যালী বের করা হয় । র্যালীতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। নোমানী ময়দান থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় নোমানী ময়দানে এসে শেষ হয় । এরপর আছাদুজ্জামান মিলনায়তনে প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক ) মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহাব এমপি । বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুল লায়লা জলি এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু ,অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগ সহ -সভাপতি আবু নাসির বাবলু, আলহ্জ্বা গোলাম মওলা, মুন্সী রেজাউল হক প্রমুখ । দিবসের অন্য কর্মসুচির মধ্যে রয়েছে মমবাতি প্রজ্বলন, সংস্কৃতিক অনুষ্টান । ১৯৭১ সালের এই দিনে মাগুরায় উঠেছিল স্বাধীন বাংলাদেশের পতাকা । জয়বাংলা ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠেছিল । যশোর পাক হানাদার মুক্ত হওয়ার পর পাকিস্থানী সেনারা যশোর ত্যাগ করে মাগুরার দিকে অগ্রসর হয় । মুক্তিবাহনী ও মিত্রবাহিনীর আক্রমনে পাকিস্থানী সেনারা মাগুরা ত্যাগ করে কামারখালী হয়ে ফরিদপুরের পালিয়ে যায় । ১৯৭১সালের ৭ ডিসেম্বর শক্রু মুক্ত হয় মাগুরা ।
×