ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর দুর্গাপুরে কমিউনিটি ক্লিনিকে হামলা, আহত ২

প্রকাশিত: ০০:২০, ৭ ডিসেম্বর ২০১৭

রাজশাহীর দুর্গাপুরে কমিউনিটি ক্লিনিকে হামলা, আহত ২

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর দুর্গাপুরে ওষুধ না পেয়ে কমিউনিটি ক্লিনিকে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের বাধা দিতে গেলে কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা হেল্থ কেয়ার প্রোভাইডার আলফা খাতুন ও তার স্বামী ফারুক হোসেনকে মারপিট করা হয়। এ সময় কমিউনিটি ক্লিনিকের ওষুধপথ্য তছনছ ও রেজিস্টারপত্র ছিড়ে ফেলে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকের এ ঘটনার পর দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্যামপুর বৌ বাজার সংলগ্ন কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যান একই গ্রামের মাহাফুজ, মশিউর ও দেবীপুর গ্রামের মোস্তাকিন। তাদের চাহিদামত ওষুধ দিতে না পারায় তারা কমিউনিটি ক্লিনিকের ওষুধপথ্য ভাংচুর ও ওষুধ বিতরনের রেজিস্টারপত্র ছিড়ে ফেলে। এ সময় কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার আলফা খাতুন তাদের বাধা দিলে তাকেও শারীরিক লাঞ্চিত করা হয়। খবর পেয়ে আলফা খাতুনের স্বামী ফারুক হোসেন ঘটনাস্থলে উপিস্থত হলে তাকেও মারধোর করে তারা। কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার আলফা খাতুন জানান, ওই তিন যুবক মাঝে মাঝেই কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যায়। একেক সময় তারা একেক ধরনের রোগের নাম বলে ওষুধ দাবি করে এবং বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলে। কিন্তু তাদের চাহিদামত ধরনের ওষুধ না থাকায় তিনি ওষুধ দিতে অপারগতা প্রকাশ করেন। বৃহস্পতিবারও ওই তিন যুবক তার কাছে ওষুধ নিতে গেলে তিনি ওই ধরনের কোন ওষুধ কমিউনিটি ক্লিনিকে নাই বলে জানান। এরপর তারা ক্লিনিকের ওষুধপথ্য তছনছ ও ওষুধ বিতরনের রেজিস্টারপত্র ছিড়তে শুরু করে। এ সময় তিনি তাদের বাধা দিলে তাকেও শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়। খবর পেয়ে তার স্বামী ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও মারধর করা হয়। ঘটনার পর তারা নিজেদের ছাত্রলীগের কর্মী দাবি করে থানা পুলিশকে ঘটনাটি না জানানোর হুমকিও দেখায়। এরপর বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হলে তিনি থানায় খবর দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ডা. দেওয়ান নাজমুল আলম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। দুর্গাপুর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই কমিউনিটি ক্লিনিকে হামলাকারী ওই তিন যুবক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরকৃত ওষুধপথ্য তছনছ ও ছিড়ে ফেলা ওষুধ বিতরনের রেজিস্টারপত্র আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
×