ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লন্ডনের ফোকাস মেলায় বাংলাদেশের প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ৭ ডিসেম্বর ২০১৭

লন্ডনের ফোকাস মেলায় বাংলাদেশের প্রতিনিধি

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের সনামধন্য ৫৬টি প্রডাকশন হাউজের ১৬৭ জন প্রতিনিধি এবার মিলিত হয়েছে লন্ডনের ফোকাস ২০১৭ এর মিলন মেলায়। এবার বাংলাদেশের হয়ে মিলন মেলায় প্রথমবারের মত যোগ দিয়েছে এদেশের প্রোডাকশন হাউস পপকর্ন এন্টারটেইনমেন্ট ও ডট থ্রি প্রডাকশন।বিশ্বের নামী দামী সব প্রডাকশন হাউজের কাতারে বাংলাদেশকে তুলে ধরা সম্ভব হয়েছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হাসান এসোসিয়েটস এর পৃষ্ঠপোষকতায়। এতে বাংলাদেশে বিশ্বমানের চলচ্চিত্রের স্যুটিং-এর ক্ষেত্রে তৈরি হতে পারে বিশাল এক মার্কেট । ফলে আমাদের কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, সিলেট, সুন্দর গ্রাম, বিচিত্র শহর, সুন্দর মনের মানুষ সবই ব্র্যান্ডিং করা সম্ভব হবে । বিশ্বের বড় বড় প্রডিউসাররা বাংলাদেশের স্টল ঘুরে বিপুল আগ্রহ দেখিয়েছে এদেশে এসে স্যুটিং করার । এখন হলিউড মুভির অধিকাংশ এডিটিং ও ভিএফ এক্সের কাজ সম্পাদন হয়ে থাকে ভারতে। বাংলাদেশের প্রোডাকশন হাউস থেকে সেই মানের এডিটিং আশ্বাস দেওয়া হয়েছে।অন্যান্য দেশের প্রতিনিধিরা সবাই বেশ খুশি এবং কিছুটা অবাকও হয়েছে আমাদের বাংলাদেশের ভিএফএক্সের বিভিন্ন কাজ দেখে । মজার বিষয় হলো হলিউড মুভির শুটিং বাংলাদেশের চমৎকার কিছু লোকেশন করতে তারাও আগ্রহ দেখিয়েছে। এক কথায় বলা যায় সংস্কৃতির আদান প্রদানের অন্যতম এক মিলন মেলা হচেছ এই ফোকাস এর মিলন মেলা।
×