ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দেশে আগাম নির্বাচনের কোন প্রয়োজনও নেই, সম্ভাবনাও নেই ॥ মেনন

প্রকাশিত: ২২:০৩, ৭ ডিসেম্বর ২০১৭

দেশে আগাম নির্বাচনের কোন প্রয়োজনও নেই, সম্ভাবনাও নেই ॥ মেনন

সংবাদদাতা, মেহেরপুর ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোন প্রয়োজনও নেই, সম্ভাবনাও নেই। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের ভাটপাড়া ডিসি ইকোপার্ক উেেদ্বাধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গুমের ঘটনার সূত্রপাত বিএনপি-জামায়াতের আমল থেকেই। বর্তমানে গুমের ঘটনা কমে এসেছে। তবে পত্র-পত্রিকায় এসব ঘটনা বেশি আসছে। আন্তর্জাতিকভাবেও গুমের ঘটনা রয়েছে। খুন, গুম ও ধর্ষণের মত ঘটনা কোনক্রমেয় সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হচ্ছে ডিসি ইকোপার্ক। মন্ত্রী পার্কের নাম ফলক উদ্বোধন করেন। এর পরে পার্কে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
×