ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে সাদিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২০:৪৭, ৭ ডিসেম্বর ২০১৭

বরিশালে সাদিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজীর মেধাবী শিক্ষার্থী সাদিয়া আক্তারকে (২১) নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সমনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ মোঃ নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, শিক্ষক ডাঃ জাফর হোসেন, ডাঃ ফরিদউদ্দিন প্রমুখ। বক্তারা সাদিয়া আক্তারের নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সূত্রমতে, গত ২২ নভেম্বর নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা আলমগীর খানের কন্যা সাদিয়া আক্তার বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় ওইদিন কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন সাদিয়ার বাবা আলমগীর খান। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সকালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে মোঃ সিরাজ এবং হাফিজ আকন নামের দুইজনকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করে, সিরাজ নামের বখাটে যুবক দীর্ঘদিন শিক্ষার্থী সাদিয়ার সাথে মোবাইলে প্রেমের অভিনয় করে। ঘটনারদিন (২২ নভেম্বর) সিরাজ তার সহযোগী বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের নাজমুল ইসলাম নয়নের সহায়তায় সাদিয়াকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া এলাকার নিয়ে তিনজন মিলে গণধর্ষণ করে। পরবর্তীতে সাদিয়াকে শ্বাশরুদ্ধ করে হত্যা করে লাশ বলেশ^র নদীতে ভাসিয়ে দেয়া হয়। এখন পর্যন্ত সাদিয়ার লাশের সন্ধান মেলেনি।
×