ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩টি ঘর ভষ্মিভুত

প্রকাশিত: ২০:১১, ৭ ডিসেম্বর ২০১৭

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩টি ঘর ভষ্মিভুত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বিষ্ণু মন্দির সহ ৯টি সনাতন ধর্মের পরিবারের ৩৩টি বসত ঘর চারটি ছাগল ও শতাধিক হাঁসমুরগী সহ সর্বস্ব ভষ্মিভুত হয়েছে। গতকাল বুধবার রাত দশটার দিকে ঘটনাটি ঘটে জেলা সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খলিশা পচাঁ গ্রামে। আজ বৃহস্পতিবার সকালে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগীতার জন্য তালিকা করে উপজেলা পরিষদের সংশ্লিষ্টদের কাছে জমা দেয়া হয়েছে। এই অগ্নিকান্ডে প্রায় ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছে। স্থানীয়রা জানান, সেখানকার গনেশ চন্দ্র মোহন্তের ঘরের কুপি থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। এতে ৯ সনাতন পরিবারের ৩৩ বসত ঘর পুড়ে ছাই। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স’র নীলফামারী স্টেশন অফিসার এনামুল হক প্রামানিক জানান, খবর পেয়ে উত্তরা ইপিজেডেরসহ তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
×