ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাশিয়ার কাছ থেকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

প্রকাশিত: ১৯:২৮, ৭ ডিসেম্বর ২০১৭

রাশিয়ার কাছ থেকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার কাছ থেকে নতুন করে অস্ত্র ক্রয় করতে যাচ্ছে পারস্য উপসাগরের দেশ ইরান। ভ্লাদিমির পুতিনের দেশ থেকে এস-৩০০ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে দেশটি। ইরানের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আলায়েদ্দিন বোরোউজেরডি জানিয়েছেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের সামরিক সহযোগিতার সম্পর্ক বহুদিনের। এস-৩০০ ক্ষেপণাস্ত্র ক্রয় আমাদের সে সম্পর্কের একটি গুরুত্ত্বপূর্ণ দিক। আমাদের সেনাবাহিনীর উচিত হবে ভবিষ্যৎ অস্ত্র সরববাহের কথা বিবেচনা করে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। কেননা রাজনৈতিক দিক থেকে অস্ত্র কিনতে এখন আর কোন বাধা নেই। ’ তিনি আরও জানান, ‘সিরিয়া সংকট মোকাবেলায় দামেস্কে আমাদের যৌথ সদর দপ্তর আছে যেখানে উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা ও তথ্যের আদান প্রদান করতে পারে। ’ এর আগে ২০০৭ সালে ইরান রাশিয়ার কাছ থেকে এস-৩০০ সিস্টেম ক্রয়ের চুক্তি করেছিল। কিন্তু ২০১০ সালে ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অস্ত্রের চালান ইরানে পাঠাতে পারেনি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৫ সালে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিলে ২০১৬ সালের অক্টোবরে এস-৩০০ সিস্টেমের চালান ইরানে পাঠানো হয়। এস-৩০০ সিস্টেম হচ্ছে বিমান বিধ্বংসী একটি সিস্টেম। যার মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুস ক্ষেপণাস্ত্র আধুনিক যেকোন ব্মিান ধ্বংস করা যায়।
×