ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লিভারপুলের গোল উৎসব

প্রকাশিত: ১৮:২৫, ৭ ডিসেম্বর ২০১৭

লিভারপুলের গোল উৎসব

অনলাইন ডেস্ক ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করতে ড্র করলেই চলতো লিভারপুলের। তবে স্পার্তাক মস্কোর বিপক্ষে রীতিমত গোল উৎসব করেছে ইংলিশ দলটি। কুটিনহোর দুর্দান্ত হ্যাটট্রিকে রাশিয়ান দলতিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লপের শিষ্যরা। নিজেদের মাঠে শুরুতেই লিভারপুলকে লিড এনে দেন কুটিনহো। ম্যাচের চতুর্থ মিনিটে ডি-বক্সে মিশরের ফরোয়ার্ড সালাহকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। স্পট কিকে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুটিনহো। ডি-বক্সের মধ্যে স্বদেশি ফরোয়ার্ড ফিরমিনোর পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তিন মিনিট পর ব্যবধান ৩-০ করেন ফিরমিনো। সাদিও মানের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লাগার পর ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে লিভারপুল। ম্যাচের ৪৭ মিনিটে বাঁ-দিক থেকে জেমস মিলনারের ক্রসে দারুণ ভলিতে বল জালে জড়ান সেনেগাল তারকা সাদিও মানে। এর দুই মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন কুটিনহো। ব্রাজিলিয়ান এই তারকার নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ম্যাচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মানে। ড্যানিয়েল স্টারিজের পাস থেকে সেনেগাল তারকা। আর ৮৬ মিনিটে স্পার্তাকের জালে শেষ পেরেক ঠুকে দেন সালাহ। এ জয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে উঠলো লিভারপুল।
×