ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিমন্সসহ আরও কয়েকজন সাক্ষাতকার দেবেন, রবিবার বোর্ড সভায় নতুন;###;কোচ নিয়োগে সিদ্ধান্ত হতে পারে

পাইবাসে সন্তুষ্ট বিসিবি

প্রকাশিত: ০৪:৩১, ৭ ডিসেম্বর ২০১৭

পাইবাসে সন্তুষ্ট বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ আগেরদিনই রিচার্ড পাইবাস এসেছিলেন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ পরিচালকদের সঙ্গে কথাও বলেছেন। সে সময় প্রেজেন্টেশনও দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হলে কি কি পরিকল্পনা নিয়ে এগোবেন, কাজের ধারা কেমন হবে সে বিষয়ে আলোচনাও করেছেন। ১০ বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে তিনি যে প্রেজেন্টেশন দিয়েছেন তাতে সন্তুষ্টই হয়েছে বিসিবি। ইংলিশ বংশোদ্ভূত এ কোচের সঙ্গে সাক্ষাতকারপর্ব শেষে এমনটাই জানিয়েছেন পাপন। তবে আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও কোচ ফিল সিমন্সও আসবেনÑ এর মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা আরও কয়েকজনের আসার কথা রয়েছে। তাদের সঙ্গে সাক্ষাতকার শেষে রবিবার বোর্ড সভায় কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। ৫৩ বছর বয়সী এ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ পাইবাস এর আগেও বাংলাদেশ দলের কোচ হয়েছিলেন ২০১২ সালের মে মাসে। কিন্তু চুক্তিবদ্ধ না হয়ে মাত্র ৫ মাসের মধ্যেই তিনি আবার দায়িত্ব ছেড়ে চলে যান। ওই সময় বাংলাদেশের ক্রিকেটে পেশাদারিত্বের অভাব, বোর্ডের বিভিন্ন বিষয়ে অসামঞ্জস্যতা এবং খেলোয়াড়দের খাদ্যাভ্যাসসহ নানাবিধ ইস্যুতে প্রশ্ন তোলেন। এমনকি চুক্তির বিষয়াদিতে থাকা বিভিন্ন দিক নিয়েও মতানৈক্য হয় তার বোর্ডের সঙ্গে। সেই পাইবাস আবারও বিসিবির পছন্দের তালিকায় এক নম্বরে। কিন্তু পাইবাসের সঙ্গে পূর্বের সেই তিক্ত অভিজ্ঞতার বিষয়টি ভোলেনি বিসিবি। তবে এ বিষয়ে পাপনের দাবি নিজের মতভাগ আগ্রহ দেখিয়েই এবার এসেছেন পাইবাস। তিনি বলেন, ‘অবশ্যই আছে। তাকে এ ব্যাপারে প্রচুর প্রশ্নও করা হয়েছে। কি বলেছেন সেগুলো না বলাই ভাল। আমরা শতভাগ সন্তুষ্ট। নিজ থেকেই আগ্রহ প্রকাশ করেছে। তার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল এখন ভাল খেলছে। এখন বাংলাদেশের ক্রিকেট যেভাবে চলছে তাতে শুধু সে না অন্য যারা পেশাদার কোচ আছেন তারাও কাজ করতে চাইবেন।’ পাইবাসের বিষয়ে ইতোমধ্যেই অনেকটা ইতিবাচক অবস্থানে চলে গেছে বিসিবি। আর সে কারণেই তার সঙ্গে আলোচনার পর সন্তুষ্টির কথা জানিয়েছেন পাপন। তাছাড়া বিসিবিও অভিজ্ঞতাসম্পন্ন হাইপ্রোফাইল কোচের সন্ধানে আছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা অনেক জায়গায় যোগাযোগ করেছি। যারা যারা আগ্রহ দেখিয়েছে তাদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা করেছি। আমরা এখন চূড়ান্ত প্রক্রিয়ার মধ্য আসছি। তারই ধারাবাহিকতায় রিচার্ড পাইবাস গতকাল (মঙ্গলবার) এসেছে। বোর্ডের যারা যারা ছিলেন তাদের সামনে একটা প্রেজেন্টেশন দিয়েছেন। ১০ বছরের পরিকল্পনা। আমরা দেখেছি। অবশ্যই সেটা ভাল হয়েছে, আমরা সন্তুষ্ট। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এসেছে সে। সামনে বিশ্বকাপ আছে সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ও যা চায় তা হয়তো এখনই পারব না। তবে ওর পরিকল্পনা কাজে লাগাতে পারলে মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভাল হবে।’ সবেমাত্র সংক্ষিপ্ত তালিকায় থাকা একজন সাক্ষাতকার দিলেন। তবে কোচ নিয়োগ এত দ্রুত সম্ভবপর নাও হতে পারে। এমনকি যাকে নেয়া হবে তাকে কোচিং ডিরেক্টর পদে রেখে আরেকজনকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হতে পারে। কিন্তু এই প্রক্রিয়াগুলো সময় সাপেক্ষ। এ বিষয়ে পাপন বলেন, ‘৯ তারিখে আরেকজনের আসার কথা মাঝখানে আরেকজন আসতে পারে। শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব একটা কোচ নিয়ে নিতে। ফিল সিমন্স আসার কথা। তার আগে যিনি আসবেন তার নাম এখন বলতে চাচ্ছি না। তারিখ নিশ্চিত করে না বলায় । আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে। তাদেরও আসলে এ সময়ের মধ্যই আসতে হবে। ১০ তারিখে আমাদের যে বোর্ড সভা আছে সেখানে আমরা মোটামুটি কোচের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে চাচ্ছি। যারা আগে কাজ করেছে এদের মধ্যে শুধু পাইবাসই আছে। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আর এমন কেউ নেই। ভাল কোচ পাওয়া যাচ্ছে না এটা পুরোপুরি ঠিক না। আপাতত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্চে কোচ নিয়োগ করা। সামনের সিরিজে নাও পারতে পারি। কিন্তু আমাদের একটা স্থায়ী কোচ লাগবে। এ সিরিজের আগে চূড়ান্ত করতে না পারলে কি হবে সবকিছু নিয়েই আলাপ-আলোচনা হচ্ছে।’ ইতোমধ্যেই নতুন কোচ নিয়োগের বিষয়ে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গেও আলোচনা করা হয়েছে বিসিবি থেকে এমনটাই দাবি করেছেন পাপন। এছাড়াও তিনি বর্তমানে দায়িত্বে থাকা কোচিং স্টাফদের বিষয়ে বলেন, ‘রিচার্ড হ্যালসল থেকে শুরু করে কোচিং স্টাফ যারা আছে তাদের সঙ্গে ৯ তারিখে বসব। সামনে সিরিজ আছে। তাই হ্যালসল, সুজন ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছে। দলের অধিনায়ক এবং অন্য যারা আছে সবার সঙ্গে বসে সামনের সিরিজ নিয়ে আলোচনা করব। ওদের পরিকল্পনা জানতে চাইব। মাশরাফি, সাকিব, তামিমের সঙ্গে কথা হয়েছে। একেকজনের একেক ধরনের চিন্তাধারা। আমরা শুনেছি। তবে বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
×