ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা পাঠচক্রের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৫০, ৭ ডিসেম্বর ২০১৭

নেত্রকোনা পাঠচক্রের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা পাঠচক্রের উদ্যোগে সোমবার সন্ধ্যায় জেলা সদরের কুরপাড় সদর উপজেলা শিল্পকলা মিলনায়তনে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ‘ময়মনসিংহ গীতিকায় নেত্রকোনার অবদান’ শীর্ষক আসরের আলোচনা পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন আওলাদ হোসেন রনি। অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে এবং অধ্যাপক ননীগোপাল সরকারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, অহিদুর রহমান, ছড়াকার সঞ্জয় সরকার, আবুল কাইয়ুম আহমেদ ও সাজ্জাদ খান। বক্তারা ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে’কে রাষ্ট্রীয় মরণোত্তর সম্মাননা জানানোর দাবি জানান। পরে স্বরচিত কবিতা ও ছড়া পাঠে অংশ নেন ছড়াকার সঞ্জয় সরকার, কবি সাজ্জাদ খান, আবুল কাইয়ুম আহম্মেদ, আব্দুর রহমান ফকির, রফিকুল ইসলাম, নাসিফ কবির নভ, সুস্থির সরকার, মিঠুন শর্মা, আবু বকর সিদ্দিকী নাদিম প্রমুখ। শেষে গান পরিবেশন করেন মোজাম্মেল হক ফকির, আব্দুর রহমান ফকির ও নাসিফ কবির নভ প্রমুখ।
×