ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে সহিদ রাহমানের গল্প অবলম্বনে নির্মিত কাহিনীচিত্র ‘কবি ও কবিতা’ শীর্ষক আলোচনা

প্রকাশিত: ০৩:৪৮, ৭ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধুকে নিয়ে সহিদ রাহমানের গল্প অবলম্বনে নির্মিত কাহিনীচিত্র ‘কবি ও কবিতা’ শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে দ্বিতীয় কাহিনীচিত্র ‘কবি ও কবিতা’র ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠান আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ডাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক ম. হামিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন প্রমুখ। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি কিছু বিশ্বাসঘাতক রাজনীতিকের কূট চক্রান্ত এবং সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। সেইদিনই তার যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই হৃদয় বিদারক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ কাহিনীচিত্র ‘কবি ও কবিতা’। এই কাহিনীচিত্রের শূটিং ২৯ নবেম্বর থেকে ঢাকাতে শুরু হয়। সম্পাদনা শেষে আগামী ৭ মার্চ অথবা ১৫ আগস্ট কাহিনীচিত্রটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের পর্দায় প্রচার হবে। কাহিনীচিত্রে অভিনয় করেছেনÑ আহমেদ রুবেল, এস এম মহসীন, লুসি তৃপ্তি গোমেজ, এ কে আজাদ সেতুসহ প্রমুখ। সহিদ রাহমানের গল্পের, চিত্রনাট্য তৈরি করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী, প্রযোজক সেলিম শামসুল হুদা চৌধুরী, প্রযোজনা পিয়াভিশন। আগামী ৯ ডিসেম্বর শনিবারের ওই অনুষ্ঠানে কাহিনীচিত্রটির ট্রেইলার প্রদর্শিত হবে বলে জানিয়েছেন গল্পকার সহিদ রাহমান।
×