ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জামায়াতের ১২ নারী কর্মী আটক

প্রকাশিত: ০৩:৪৪, ৬ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে জামায়াতের ১২ নারী কর্মী আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে গোপন বৈঠক করার সময় জিহাদি বইপত্রসহ জামায়াত ইসলামীর ১২ নারী কর্মীকে আটক করেছে নগরীর মতিহার থানা পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিহারের বেলঘরিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাজশাহীর মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, তাদের কাছে তথ্য আসে মতিহারের বেলঘরিয়া এলাকার মীর হোসেনের বাড়িতে কিছু সংখ্যক নারী গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িতে সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন। এ সময় জামায়াত ইসলামীর মহানগর শাখার ১২ নারী কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমীর গোলাম আজম ও নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ তাদের সংগঠনের বিভিন্ন লেখকের জিহাদি বইপত্র ও লিফলেট জব্দ করা হয়। আটকের সময় তারা জানিয়েছে, গোপন বৈঠক নয় তারা সেখানে ধর্মীয় আলোচনা করছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে হবে বলেও জানান ওসি মেহেদী হাসান।
×