ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজাকার লিয়াকত আমার বাবা রঙ্গু মিয়াকে গুলি করে হত্যা করে

প্রকাশিত: ০২:০৭, ৬ ডিসেম্বর ২০১৭

রাজাকার লিয়াকত  আমার বাবা রঙ্গু মিয়াকে গুলি করে হত্যা করে

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের দুই রাজাকার লাখাই থানা রাজাকার কমান্ডার মো: লিয়াকত আলী ও আলবদর কমান্ডার আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে অষ্টম সাক্ষী হুমাযুন কবির জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে সাক্ষী বলেন , আসামি মো: লিয়াকত আলী আমার বাবা রঙ্গু মিয়াকে ধরে হাত পা ও চোখ বেঁধে নৌকায় দাড় করিয়ে গুলি করে হত্যা করে। এর পর বাবার লাশ দত্তবাড়ির খালের পানিতে ফেলে দেয়। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারন করা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল সহ চার রাজাকারের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য ১৮ জানুয়ারি দিন ধার্য্য করেছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বুধবার এ আদেশ গুলো প্রদান করেছেন।
×