ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাঁচ সমস্যা নিরসনে গুরুত্ব দিয়েছেন রসিকের তিন মেয়র প্রার্থী

প্রকাশিত: ০১:৫০, ৬ ডিসেম্বর ২০১৭

পাঁচ সমস্যা নিরসনে গুরুত্ব দিয়েছেন রসিকের তিন মেয়র প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আ.লীগ, জাতীয় পার্টি ও বিএনপি মনোনীত প্রধান প্রতিদ্বন্দ্বি তিন মেয়র প্রার্থী নাগরিক অধিকার বিষয়ক এক সংলাপে শিক্ষা যোগাযোগ, স্বাস্থ্য, জলাবদ্ধতা ও যানজট নিরসনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। বুধবার সকালে নগরীর একটি কনভেনশন হলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত সংলাপ অনুষ্ঠানে তারা এই প্রতিশ্রুতি দেন। এই তিন মেয়র প্রার্থী বলেন, নির্বাচনে যে জয়লাভ করুক না কেন আমরা তাকে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তত আছি। নির্বাচন যাতে অবাধ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আমি মেয়র নির্বাচিত হলে নগরীর অনুন্নত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো। নগরীর বস্তিবাসীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হবে। যেখানে রাস্তাঘাট নেই সেখানে রাস্তাঘাট নির্মাণ করা হবে। নগরীতে কোন জলাবদ্ধতা থাকবে না। প্রতিটি ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে যাতে গরীব মানুষ বিনা খরচে স্বাস্থ্য সেবা পায়। নগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আরও প্রশস্ত করা হবে। মহানগরের কোন রাস্তাই কাঁচা থাকবে না। প্রতিটি রাস্তাতেই সড়ক বাতি লাগানো হবে। বিএনপির পার্টির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা বলেছেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে। সবাইকে সমান অধিকার দিতে হবে। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে, যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা হবে। সেই সাথে নগরীর সকলে যেন স্বাস্থ্য সেবা পায় সেজন্য প্রতিটি ওয়ার্ডে স্যাটেলাইট ক্লিনিক নির্মাণ করা হবে। আওয়ামীলীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহামেদ ঝন্টু বলেছেন, আমি মেয়র থাকার সময় যে উন্নয়ন করেছি গত ১৬ বছরে রংপুরের সে উন্নয়ন হয় নাই। তিনি এরশাদের নাম উল্লেখ করে বলেন, এরশাদ প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল। তিনি রংপুরের জন্য কোন উন্নয় করেন নাই। যা উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রংপুরের উন্নয়ন হয়েছে। আপনারা আমাকে নির্বাচিত করুন রংপুরকে একটি আধুনিক নগরীতে পরিণত করবো। নাগরিক এই সংলাপে রংপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সামাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×