ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশ বর্তমানে শান্ত ও নিরাপদ রয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:৪১, ৬ ডিসেম্বর ২০১৭

দেশ বর্তমানে শান্ত ও নিরাপদ রয়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় আগের মত জ্বালাও-পোড়াও ও ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার অশনি সংকেত দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমানে শান্ত ও নিরাপদ রয়েছে। প্রত্যেক মানুষের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়টি সুনিশ্চিত করেছে বর্তমান সরকার। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রয়েছে আদালত। কিন্তু মঙ্গলবার খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে সচিবালয় এলাকায় ভাঙচুরের তান্ডব চালায় বিএনপির নেতাকর্মীরা। এ ধরনের ঘটনা নি:সন্দেহ অশুভ লক্ষ্যন। তবে জ্বালাও-পোড়াও চালিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের রায় মেনে নিতে প্রস্তুত আছি আমরা। বিশ্ব এইডস দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সচিব(স্বাস্থ্যসেবা বিভাগ) মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব(জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) রোকসানা কাদের। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এইডস মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, পোলিও ও ধনুষ্টঙ্কারমুক্ত হয়েছে দেশ। সংক্রামক রোগের হার অনেকগুণ কমে গেছে। বাঙালি সব সময় জয় করতে জানে। আমাদের প্রত্যয় আছে, আমরা জয় করব। দেশে এইডস রোগী ও এইচআইভি সংক্রমণের হারও নিয়ন্ত্রণে রয়েছে। তবে অসচেতন হলে ও কার্যকর উদ্যোগ অব্যাহত না রাখলে দেশে দ্রুতহারে এইচআইভি সংক্রমণ ছড়িয়ে পড়বার সমস্ত কারণ ও ঝুঁকিপূর্ণ আচরণ বিদ্যমান রয়েছে। এইডস প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগ অনেক কর্মসূচী চলমান রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এইচআইভি সংক্রমণ সম্পর্কিত বিভিন্ন ভুল ধারণা এইডস রোগীদের ঘিরে অপবাদ ও বৈষম্য তৈরি করে। এসব দূর করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইডস/এইচআইভি নির্মূলের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। আর এ কাজের জন্য সরকারি ও দাতাদের বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ কাজের সঙ্গে সম্পৃক্ত সরকারি স্বাস্থ্যকর্মীরা ও এনজিওগুলো অনেক সময় দায়িত্ব পালনে ফাঁকি দেয়। এতে এইডস নির্মূল কার্যক্রম ব্যাহত হয়। আওয়ামীলীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সেক্টরে উন্নয়ন ঘটাচ্ছে বাংলাদেশ, বিশেষ করে স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। বিশ্ব ব্যাংকসহ বিশ্বের অনেক বুদ্ধিজীবি বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দিকে ধাবিত। উন্নয়নের রাস্তায় রয়েছে বাংলাদেশ। এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পুষ্টি পরিষদের নির্বাহী সভায় সভাপতিত্বকালে অতি দ্রুত জেলা ও উপজেলা পর্যায়ে পুষ্টিবিদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া জনগণের পুষ্টিমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বরাদ্দ যথা সময়ে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন মন্ত্রী। বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব(স্বাস্থ্যসেবা বিভাগ) মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহম্মদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগন উপস্থিত ছিলেন।
×