ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরকে ৪৩ রানে হারিয়ে ঢাকা দুইয়ে

প্রকাশিত: ০০:৫১, ৬ ডিসেম্বর ২০১৭

রংপুরকে ৪৩ রানে হারিয়ে ঢাকা দুইয়ে

অনলাইন ডেস্ক ॥ লো স্কোরিং ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়ে ঢাকা ঢাকা ডায়নামাইটস পয়েন্ট টেবিলে দুইয়ে থেকেই শেষ করলো গ্রুপপর্বের মিশন। রংপুরের জন্য লক্ষ্যটা ছিল মাত্র ১৩৮ রানের। ৭ উইকেটে ৯৪ রানের বেশি এগুতে পারেনি তারা। ফলে পয়েন্ট টেবিলের চারে থেকেই গ্রুপর্ব শেষ করলো দলটি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের ৩০ বলে অপরাজিত ২৮ রান করা রবি বোপারা ছিলেন তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩০ বলে ২৬ রান করেন ওপেনার জনসন চার্লস। ১৯ বলে ১৩ করে নাহিদুল ইসলাম। ঢাকার পক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন সাকিব আল হাসান। সমান ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট আবু হায়দার রনিরও। একটি করে উইকেট নেন সুনিল নারিন, মোসাদ্দেক হোসেন আর মোহাম্মদ আমির। এর আগে, সাকিব আল হাসান আর মেহেদী মারুফের ঝড়ো ব্যাটিংয়ের পরও ৭ উইকেটে ১৩৭ রানের বেশি এগোতে পারেনি ঢাকা। ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪৭ রান করে অপরাজিত ছিলেন সাকিব। ২৩ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৩ রান করে মেহেদী মারুফ। মোসাদ্দেক ১০ আর এভিন লুইস করেন ১৪ রান।
×