ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা সহ ২জন নিহত

প্রকাশিত: ০০:৫০, ৬ ডিসেম্বর ২০১৭

রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা সহ ২জন নিহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে যুবলীগের এক নেতা সহ ২ব্যক্তিকে গুলি করে হত্যা ও অপর এক আওয়ামী লীগের নেতাকে পিঠিয়ে গুরুত্বর আহত করেছে। মঙ্গলবার দুপুরে ও রাতে পৃথক তিন স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলো রাঙ্গামাটি জেলার জুড়াছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ সভাপতি অরবিন্দু চাকমা নানিয়াচরের ইউপিডিএফ নেতা অনাধি রঞ্জন চাকমা। আহত রাসেল মারমা হলো বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। অরবিন্দু চাকমা ও রাসেল মারমা ওপর মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার যুবলীগ রাঙ্গামাটিতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। জেলা আওয়ামী লীগ ও যুবলীগ এই ন্যাক্কার জনক হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকালে রাঙ্গামাটি শহরে আওয়ামী লীগ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার রাঙ্গামাটিতে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নেতৃত্বে রাঙ্গামাটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মিছিলটি রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সহ জেলা আওয়ামী লীগ নেতা নিখিল কুমার চাকমা, চিংকিউ রোয়াযা, হাজী মো: কামাল উদ্দিন, হাজী মো: মূছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করা সহ এখানকার শান্তি ও সম্প্রিতির সুষ্টূ পরিবেশ বিনষ্ট করার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রানসীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা এবং তাদের উপর হামলা করে এখানে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তারা আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে এখন ভীতসন্ত্র বলে আহুত প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন। অপরদিকে জুড়াছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমার মৃতদেদের ময়নাতদন্ত্র বুধবার দুপুরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন করা হয়েভে। দীপংকর তালুকদার সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিহতের লাশ দেখার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যান। অনাধি রঞ্জন চাকমার লাশও ময়না তদন্ত শেষে তার স্বজনদের নিকট হস্তান্তর করেছে। এই ঘটনার পর রাঙ্গামাটি জেলার সকল উপজেলায় পুলশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।
×