ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় বিধবা মহিলাকে জবাই করে হত্যা

প্রকাশিত: ২৩:৫১, ৬ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় বিধবা মহিলাকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ শহরে প্রকাশ্য দিনের বেলায় এক অভিজাত পরিবারের বিধবা মহিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের পোষ্ট অফিস পাড়ায় জেলার রানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাপা নেতা প্রয়াত কে সি মশিউর আলম বাচ্চু চৌধুরীর বিধবা পত্নী জীবননেছা ওরফে মিনি চৌধুরীকে (৬৫) জবাই করে নৃশংসভাবে খুন করা হয়েছে। দোতলা এই বাড়ির রান্নাঘরে তাকে জবাই করা হয়। প্রতিবেশীরা জানান, ঘটনার সময় তারা ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ছুটে যান। সেখানে গিয়ে রান্না ঘরে তার জবাই করা লাশ দেখতে পান তারা। পুলিশে সংবাদ দিলে পুলিশ সুপার মো. ইকবাল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটানাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জানান, হত্যার শিকার মিনি চৌধুরী এই বাড়িতে সম্পূর্ন একাই বসবাস করতেন। তাদের তিন মেয়ে নিজ নিজ শ^শুরবাড়িতে থাকেন। ঘটনার সময়ও তিনি বাড়িতে একা ছিলেন। একটি কাজের মেয়ে ছিল কিন্তু গত ১ ডিসেম্বর থেকে সে আর কাজ করে না। তিনি আরও জানান, বাড়ির মুল দরজায় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি পাওয়া গেছে। হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় ছুরিটি সেখানে ফেলে যায়। প্রতিবেশীরা জানান, গত এক তারিখে বাড়ির নিচ তলায় নতুন ভাড়াটিয়া উঠেছে। তবে এ সময় নিচতলায় কেউ ছিলনা। নিচতলা সম্পূর্ন তালাবদ্ধ ছিল। আরও জানা যায়, ওই বাড়িতে কয়েকদিন ধরে মিস্ত্রিরা গ্রীলের কাজ করছিল। কিন্ত ওইদিন তারা কাজ করতেও আসে নি। হত্যাকান্ডের সময় বাড়ি থেকে কিছুই খোয়া যায়নি। কাজেই দুর্বৃত্তদের মুল উদ্দেশ্যই ছিল হত্যাকান্ড ঘটানো। পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, হত্যার কোন মোটিভ এখন পর্যন্ত কিছুই অনুমান করা যাচ্ছেনা। তবে পুলিশ যথেষ্ঠ তৎপর রয়েছে। অবিলম্বে হত্যাকান্ডের মোটভসহ দোষীদের গ্রেফতার করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হত্যার শিকার মিনি চৌধুরীর স্বামী কে সি মশিউর আলম বাচ্চু চৌধুরী রানীনগর উপজেলার প্রথম চেয়ারম্যান এবং রাতোয়াল গ্রামের অভিজাত এবং ধনাঢ়্য খান পরিবারের মানুষ ছিলেন। সেই সুবাদে শহরে তাদের একটি সুপরিচিতি রয়েছে। হত্যাকান্ডের সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এই বাড়িতে এসে ভীড় জমান।
×