ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধি বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৩:৫১, ৬ ডিসেম্বর ২০১৭

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধি বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ডেমু ট্রেনের নীচে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম তোফাজ্জল হোসেন (৭০)। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মৃত হাজী আমীর আলীর ছেলে। নিহতের পারিবরিক সূত্র ও এলাকাবাসি জানায়, শ্রীপুরে ডাক্তার দেখিয়ে বুধবার দুপুরে রেললাইন দিয়ে পায়ে হেটে বাড়ী ফিরছিলেন আমীর আলী। পথে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের গাড়ারণ এলাকায় ঢাকাগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে কয়েক টুকরো হয়ে ঘটনাস্থলেই সে মারা যান তিনি। খবর পেয়ে নিহতের স্বজনেরা তার খন্ডবিখন্ডিত লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে গেছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রব জানান, তোফাজ্জল হোসেন কানে কম শুনতেন। তাই তিনি ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
×