ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধি ব্যাক্তিদের বিনামুল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ২৩:৪৫, ৬ ডিসেম্বর ২০১৭

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধি ব্যাক্তিদের বিনামুল্যে চিকিৎসা সেবা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধি ব্যাক্তিদের চিকিৎসা ক্ষেত্রে বিশেষায়িত সুবিধা পাচ্ছে। আজ বুধবার বেলা ১২টায় ঝালকাঠি সদর হাসপাতালে সমাজ সেবা বিভাগের রোগি কল্যান সমিতির সভায় মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধি ব্যাক্তিদের জন্য হাসপাতালের টিকিট ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা বিনামুল্যে ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মো: রুহুল আমিন শেখ, বিশিষ্ট সমাজ সেবিকা সাহানা আলম, সদর হাসপাতালের আবাশিক চিকিৎসক ডা: গোলাম ফরহাদ ও সদর উপজেলার ডা: শাওনবিন রহমান এবং উপজেলা সামজ সেবা কর্মকর্তা সুকুমার মিত্র উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক ভাবে সভা শেষে কয়েকজন মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধি ব্যাক্তিদের মধ্যে বিনামূলে টিকিট বিতরণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। এই সকল ব্যাক্তিদের বিনামূল্যে টিকিটের পাশাপাশি হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার ও সকল ধরনের পরিক্ষা নিরীক্ষা বিনামূলে প্রদান করা হবে।
×