ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে পৌরসভার জলাশয় রক্ষার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩:৪৫, ৬ ডিসেম্বর ২০১৭

ঝালকাঠিতে পৌরসভার জলাশয় রক্ষার সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে কতিপয় ব্যাক্তিদের কবল থেকে শহরের জলাশয় আধারগুলি বাঁচানোর দাবিতে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় নাগরিক ফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এই সংগঠনের পক্ষে এস.এ শাহজাহান লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে ১৭৮৫ সালে মহারাজ জয় নারায়ন ঘোষাল ঝালকাঠি শহরে প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময় মানুষের পানি ও জলের প্রয়োজনে ও পরিবেশগত সুরক্ষায় শহরের বিভিন্ন স্থানে রিজার্ভ পুকুর খনন করা হয়। ১৮৭৫ সালে ঝালকাঠি পৌরসভার রাপন্তরিত হয় সময়ের বিবর্তনে পানি ও জলের প্রয়োজন না থাকলেও আগুন সহ শহরের কোটি কোটি টাকার সম্পদ রক্ষার জন্য এই জলাধারগুলির সংরক্ষন এবং সুরক্ষা অপরিহার্য্য হয়ে পরেছে। কিন্তু এক শ্রেণীর পরোবিত্ত লোভি ব্যাক্তিরা ঝালকাঠি পৌরসভার পোষ্ট অফিস, রিজার্ভ পুকুর ও কাপুরিয়াপট্টি রিঝার্ভ পুকুরের চারিপাশ ভরাট করে দখল প্রক্রিয়া শুরু করেছে এবং একটি চক্র এই পুকুরগুলিকে ৯৯ বছরের লিজ নিয়ে দখলের পায়তারা করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। এই সম্পদের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করার জন্য এই সংবাদ সম্মেলন।
×