ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুর সড়ক ও জনপথ বিভাগের ১৬ একর জমি উদ্ধার ॥ ৬ শতাধিক দোকানপাট উচ্ছেদ

প্রকাশিত: ২৩:৩৩, ৬ ডিসেম্বর ২০১৭

রংপুর সড়ক ও জনপথ বিভাগের ১৬ একর জমি উদ্ধার ॥ ৬ শতাধিক   দোকানপাট উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ অবৈধ দখলদারদের কবল থেকে রংপুর সড়ক ও জনপথ বিভাগ ৫০ কোটি টাকা মূল্যের ১৬ একর জমি উদ্ধারের পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৬ শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে এক টানা উচ্ছেদ অভিযান চালায় রংপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। রংপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফিরোজ আখতার জানান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে গত রবিবার থেকে বুধবার পর্যন্ত রংপর-ঢাকা মহাসড়কের মর্ডান মোড থেকে শঠিবাড়ি পর্যন্ত একটানা অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা সড়ক বিভাগের প্রায় ১২ একর জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এসময় সড়কের দুই ধারে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় ৩ শতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়। অপরদিকে, রংপুর-দিনাজপুর মহাসড়কের মর্ডাণ মোড় থেকে নগরীর মেডিকেল মোড় পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ৪ একর জমি উদ্ধার ও সড়কের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা ২ শতাধিক দোকনপাট উচ্ছেদ করা হয়। রাস্তার পাশে অবৈধভাবে গড়ে এসব স্থাপনার কারনে যানজট সৃষ্টি হতো এবং প্রায়ই দূর্ঘটনা ঘটতো। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়কের উপ-সহকারী প্রকৌশলী, একলাছ হোসেন সার্ভেয়ার, সাইফুল ইসলাম, মুহা¤দ আসাদুল্লাহ আল গালিবসহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
×