ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জামালপুরে ইসলামপুরের পাঁচটি ইউনিয়ন পরিষদের ভবন নেই

প্রকাশিত: ২৩:২৮, ৬ ডিসেম্বর ২০১৭

জামালপুরে ইসলামপুরের পাঁচটি ইউনিয়ন পরিষদের ভবন নেই

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বেশকিছু ইউনিয়নে যখন যিনি চেয়ারম্যান ইউপি অফিস তার বৈঠকখানায় বসে। ফাইল, নথি, আসবাবপত্র সবই আছে। আছেন জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, পরিষদবর্গ ও সচিব। নিয়মিত অফিস এবং প্রয়োজন মতো বৈঠকও বসে। কিন্তু নেই পরিষদ ভবন। যখন যিনি চেয়ারম্যান নির্বাচিত হন, তার বাড়িতেই চলে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম। জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা পাড়ের পাঁচটি ইউনিয়নের এ বেহাল দশা চলে আসছে বছরের পর বছর ধরে। জানা গেছে, ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১৯৯৩ সালে সাপধরী, ১৯৯৬ সালে কুলকান্দি, ২০০৫ সালে বেলগাছা, ২০০৬ সালে নোয়ারপাড়া ও ২০১০ সালে চিনাডুলি ইউনিয়নের জমি ও ভবন যমুনাগর্ভে বিলীন হয়ে যায়। এরপর দীর্ঘ দিন অতিবাহিত হলেও এসব ইউনিয়ন পরিষদ স্থাপনে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইউনিয়ন পরিষদ না থাকায় চেয়ারম্যানের বাড়িতে, বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর চালাঘরে কিংবা বাজারের ভাড়াটে ঘরে ঝুলছে পরিষদের সাইনবোর্ড। আর সেখানেই ভ্রাম্যমাণভাবে চলে পরিষদের সভাÑসমাবেশেসহ যাবতীয় কার্যক্রম। অপরদিকে গুদামঘর না থাকায় টিআর, জিআর, ভিজিএফ, ভিজিডিসহ সরকারি বিভিন্ন ত্রাণ সামগ্রী এলাকায় নেননা চেয়ারম্যানেরা। মূলত এসব অঞ্চলে যখন যিনি চেয়ারম্যান নির্বাচিত হন তার বাড়ি থেকেই চলে পরিষদের যাবতীয় কর্মকান্ড। এসব ইউনিয়নের মালামাল বিতরণ করা হয় উপজেলা সদরের কালোবাজারির গুদাম, বাজার কিংবা চেয়ারম্যানের বাড়ি থেকে। এতে করে এলাকার বেশিরভাগ সুবিধাভুগীরা জানতে পারেননা পরিষদের মালামাল কখন আসে কোথায় বিতরণ হয়। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমি নতুন এসেছি। পরিষদগুলো পরিদর্শনও করেছি। আমরা জমি খুঁজতেছি যেন আর নদীতে ভেঙে না যায় এমন জায়গায় জমি নিয়ে ইউনিয়ন পরিষদগুলো দ্রুত করা হবে।
×