ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাহাজের ধাক্কায় ফেরি ডুবে ৪ বাস-ট্রাক নদীতে

প্রকাশিত: ২১:১৪, ৬ ডিসেম্বর ২০১৭

জাহাজের ধাক্কায় ফেরি ডুবে ৪ বাস-ট্রাক নদীতে

অনলাইন ডেস্ক ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীতে তেলবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় একটি ফেরির একাংশ ডুবে গেছে। এ সময় চালক দ্রুত ফেরিটি চরে উঠিয়ে দিলেও একটি যাত্রীবাহী বাস ও তিনটি ট্রাক নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি মনিরুজ্জামান জানান, ফেরিতে একটি যাত্রীবাহী গাড়ি ও ৮টি ট্রাক ছিল। এসব যানবাহন নিয়ে ফেরিটি কঁচা নদীর মাঝ বরাবর পৌঁছালে বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ সেটিকে ধাক্কা দেয়। এতে ফেরির তলা ফেটে যায় ও একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে ফেরিতে থাকা অন্য ইঞ্জিন চালিয়ে সেটি বেকুটিয়া এলাকার চরে উঠিয়ে দেন চালক। ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। ওই লাইটারেজ জাহাজটিকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাস তলিয়ে যাওয়ার আগেই যাত্রীরা নেমে যেতে পারায় বড় বিপদ থেকে রেহাই পাওয়া গেছে। বাসের যাত্রী ও ট্রাকে থাকা গরু তীরে সরিয়ে নেওয়া হয়েছে।
×