ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্য বিবাহ থেকে মুক্ত পেল একই গ্রামের দুই শিশু

প্রকাশিত: ২০:৩৯, ৬ ডিসেম্বর ২০১৭

বাল্য বিবাহ থেকে মুক্ত পেল একই গ্রামের দুই শিশু

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) ॥ উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের আবুল জাহেরের কন্যা রিনা বেগম(১৫), মোঃ আবু তালেকের কণ্যা সেলিনা খাতুন(১৫) দুজনের একই সময়ে মঙ্গলবার বিকাল ৫টায় বিবাহ হওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার পুলিশ বাহিনীর সহায়তায় বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামে বিকাল ৩টায় হাজির হন এবং দুটো বাল্য বিবাহ হচ্ছে বলে চ্যালেঞ্জ করে পরিবারের লোকজনকে নিয়ে তাৎক্ষনিক ইউনিয়ন পরিষদে এসে রেজিষ্টারে দেখেন। মেয়ের অভিভাবকরা ভূয়া জন্মনিবন্ধন তৈরী করে একাজ করতে বসছিলেন। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সাথে মহিলা বিষয়ক কর্মকর্তা মুঠোফোনে যোগাযোগ করে হব জামাই দুজন তাদের অভিভাবকদেরকে নিয়ে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। রিনা আক্তারের(১৫) সাথে যার বিবাহ হওয়ার কথা ছিল তার বাড়ী কুল্লাগড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোঃ উচমান গণির ছেলে মোঃ রুমান মিয়া(২১)। সেলিনা খাতুনের(১৫) সাথে যার বিবাহ হওয়ার কথা ছিল কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম আজাদের ছেলে মোঃ ইমরান খন্দকার(২২)। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় উভয়ের ক্ষেত্রে অঙ্গীকার নামা রেখে পূর্ন বয়স না হওয়া পর্যন্ত তারা কেহ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বলে ছেড়ে দেওয়া হয়েছে ।
×