ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ ॥ হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২০:০৪, ৬ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ ॥ হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে আহত এক ছাত্রলীগ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, গুলিবিদ্ধ এনামুল হক মানিক (২৭) বন্দরনগরীর ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আজ বুধবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় মানিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ। এদিকে গুলির ঘটনায় মো. রমজান (৪০) নামে এক ব্যক্তিকে দায়ী করেছে মানিক ও তার বন্ধুরা। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গুলি করার ঘটনায় রমজান নামে একজনকে দায়ী করেছে মানিক। রমজানকে স্থানীয়রা বখাটে বলে জানে। তবে কেন রমজান এ ঘটনা ঘটিয়েছে তা মানিক জানাতে পারেননি বলে ওসি জানান। মানিকের বন্ধু আবুল কাশেম বলেন, রাতে মানিক ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে বসে টিভি দেখছিলেন। এসময় মানিককে বাসায় খুঁজতে গিয়ে না পেয়ে টেলিফোনে তাকে দেখা করতে বলেন রমজান। রমজন স্থানীয় এক যুবককে মানিকের খোঁজে ওই অফিসেও পাঠিয়েছিল জানিয়ে তিনি বলেন, “মানিক রমজানের সাথে কথা বলতে অফিস থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর রমজান তাকে গুলি করতে উদ্ধত হয়। এসময় মানিকের সাথে ধস্তাধস্তিতে গুলিটি তার বুকের পাশ দিয়ে চলে যায়।” মানিকের সাথে রমজানের কোনো শত্রুতা নেই বলেও দাবি করেন কাশেম।
×