ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটপর্বে ম্যানইউ

প্রকাশিত: ১৯:৫৮, ৬ ডিসেম্বর ২০১৭

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটপর্বে ম্যানইউ

অনলাইন ডেস্ক ॥ চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দারুণ ফর্মে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগের পাশাপাশি মর্যাদার চ্যাম্পিয়নস লিগেও নিজেদের সেরাটা জানান দিয়ে চলছে রেড ডেভিলসরা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সিএসকে মস্কোকে ২-১ ব্যবধানে হারিয়েছে হোসে মরিনহোর দলটি। ওল্ড ট্রাফোর্ডে এ জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘এ’তে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত হল ম্যানইউর। ঘরের মাঠে ম্যানইউর জয়ে গতকাল রাতে একটি করে গোল করেন রোমেলু লুকাকু ও মার্কাস রাশফোর্ড। শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে। নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে ছিল ম্যানইউ। ম্যাচের শুরুতে ৪৫ মিনিটে ভিতিনহোর গোলে সফরকারী মস্কো এগিয়ে ছিল। তবে বিশ্রাম শেষে দ্বিতীয়ার্ধে স্বরূপে দেখা যায় ম্যানইউকে। ম্যাচের ৬৪ মিনিটে পল পগবার সহায়তায় ম্যানইউকে সমতায় ফেরান লুকাকু। এর দুই মিনিট পরই ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। এ সময় প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে হুয়ান মাতার পাস থেকে ম্যানইউকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল পায়নি। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর প্রশিক্ষিত দলটি। চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ইংলিশ ক্লাব চেলসির ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়। ড্রয়ের ফলে গ্রুপ ‘সি’তে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত হয় ব্লুজদেরও।
×