ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিল্লী টেস্টে শ্রীলঙ্কার প্রয়োজন ২৯১ রান ॥ ভারতের ৬ উইকেট

প্রকাশিত: ১৯:৪৩, ৬ ডিসেম্বর ২০১৭

দিল্লী টেস্টে শ্রীলঙ্কার প্রয়োজন ২৯১ রান ॥ ভারতের ৬ উইকেট

অনলাইন ডেস্ক ॥ দূষণের সঙ্গে লড়াই করে শুরু হল দিল্লী টেস্টর শেষ দিনের খেলা। ফিরোজ শাহ কোটলার হাত ধরে নতুন এক স্কোরবোর্ড যেন এসে পড়েছে। প্রেস বক্স থেকে ম্যাচ রেফারির বক্স, ড্রেসিংরুম থেকে গ্যালারি, সর্বত্র যাকে নিয়ে আলোচনা অব্যাহত— দূষণ মাপার ‘স্কোরবোর্ড’! গতকালের ৩ উইকেটে ৩১ রান নিয়ে শ্রীলঙ্কা পঞ্চম দিনের খেলা শুরু করে। ম্যাথুস আজ দ্রুত আউট হয়ে যায় । এই ব্যাটসম্যান ১ রান করে জাদেজার বোলে আউট হযে যায়। লাঞ্চ বিরতির সময় শ্রীলংঙ্কার রান ৪ উইকেটে ১১৯ রান। এই ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কার প্রয়োজন ৫৯ ওভারে ২৯১ রান। আর ভারতেকে জিততে হলে প্রয়োজন ৬ উইকেট। শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয় ডি'সিলভা ৭২ ও অধিনায়ক চান্ডিমাল ২৭ রানে ব্যাটিং করছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×