ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোবাইলে বেতন-ভাতা পরিশোধের হার বেড়েছে ১৪৯ শতাংশ

প্রকাশিত: ০২:০১, ৫ ডিসেম্বর ২০১৭

মোবাইলে বেতন-ভাতা পরিশোধের হার বেড়েছে ১৪৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক লেনদেন ক্রমেই বাড়ছে। এক মাসের ব্যবধানে এই লেনদেনের পরিমাণ বেড়েছে ২৪ শতাংশেরও বেশি। অক্টোবর মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮৯১ কোটি টাকা। ওই মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের বেতন-ভাতা পরিশোধের হার বেড়েছে প্রায় ১৪৯ শতাংশ। এদিকে সর্বশেষ হিসাব মতে, দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৭৭ লাখ। জানা গেছে, দ্রুততম সময়ে এক স্থান হতে অন্য স্থানে টাকা পাঠানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম মোবাইল ব্যাংকিং। বর্তমানে এ সেবা ব্যবহার করেই মানুষ তাদের পরিবার পরিজন ও নিকটাত্মীয়ের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক লেনদেন ক্রমেই বাড়ছে। এক মাসের ব্যবধানে এই লেনদেনের পরিমাণ বেড়েছে ২৪ শতাংশেরও বেশি। অক্টোবর মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮৯১ কোটি টাকা।
×