ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে সাবেক ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ০২:০০, ৫ ডিসেম্বর ২০১৭

রাঙ্গামাটিতে সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ জেলার নানিয়ারচর উপজেলার আঠার মাইল নামক স্থানে মঙ্গলবার ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্র“পের হামলায় সাবেক ইউপি সদস্য অনাধি রঞ্জন চাকমা(৪৮) নামে ইউপিডিএফ এর এক প্রভাবশালী সদস্য নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ঐদিন দুপুর ১২টার দিকে ইউপিডিএফ(গণতান্ত্রিক) সংগঠনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে এসে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের প্রেরণ করেছেন। সম্প্রতি সময়ে ইউপিডিএফ ভেঙ্গে ইউপিডিএফ(গণতান্ত্রিক) নাম দিয়ে নতুন সংগঠন সৃষ্টি করে। ঐদলের ক্যাডাররা হত্যাকাণ্ড চালিয়েছে বলে পুলিশের ধারণা। দীর্ঘ কয়েক বছর ধরে পাহাড়ে ভ্রান্তিঘাতি সংঘাত বন্ধ হওয়ার পর এই হত্যার মধ্য দিয়ে এই সংঘাত নতুন করে শুরু হয়েছে।
×