ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত

প্রকাশিত: ০১:৫৯, ৫ ডিসেম্বর ২০১৭

আদমদীঘিতে ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ মঙ্গলবার সন্ধায় বগুড়ার আদমদীঘিতে ওএমএস এর চাল ক্রয়ে নিয়মের বেশী চাল দাবী করাকে কেন্দ্র করে মারপিট এবং ছুরিকাঘাতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গুরুত্বর আহত হবার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক তার অবস্থার অবনতি দেখে বগুড়া শজিমেক হাসপাতালে স্থান্তান্তর করেছেন। জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের লালচাঁন আলীর ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হকের ছোট ভাই জিয়াউল হক ওএমএস এর ডিলার নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় সরকারী নিয়ম অনুসারে জনপ্রতি ৫ কেজি হিসাবে চাল বিক্রয় করে আসছিল। মঙ্গলবার সন্ধার দিকে প্রতিপক্ষরা সরকারী নিয়ম নীতির বাহিরে জোড় পূর্বক বেশী পরিমান চাল ক্রয় করে। কিছুক্ষন পর ফের চাল নিতে আসে। তাদের চাল না দিলে এনামুল হকের ছোট ভাই জিয়াউল হককে মারপিট করে। এসময় এনামুল বাধা দিলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র সহ তার উপর হামলা করে। এতে এনামুল হকের শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়।
×