ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূ শ্লীলতাহানির শিকার

প্রকাশিত: ০১:৫৬, ৫ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূ শ্লীলতাহানির শিকার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার রাণীংশকৈল উপজেলার কাদিহাট মহারাজা এলাকায় জুয়া খেলতে বাধা দেওয়ায় মন্টু নামে এক জুয়াড়ি গৃহবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আহত ওই গৃহবধূকে সোমবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের কাদিহাট মহারাজা এলাকার মন্টু নামে এক জুয়াড়ি দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে আসছিল। এলাকাবাসী তাকে একাধিকবার বাধা দিলেও কাজ হয়নি। সোমবার বিকেলে জুয়াড়ি মন্টু তার দলবল নিয়ে আবারও জুয়ার আসর শুরু করে। এতে স্থানীয় একজন গৃহবধূ বাধা দেন। এসময় জুয়াড়ি মন্টু ও তার স্ত্রী উত্তেজিত হয়ে ওই গৃহবধূর ওপর চড়াও হয়। একপর্যায়ে মন্টু ওই গৃহবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং শরীরের স্পর্শকাতর জায়গায় কামড় দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে জুয়াড়ি মন্টু ও তার স্ত্রী ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের লোকজন গৃহবধূকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় ইউপি সদস্য সহিদুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন চিকিৎসারত গৃহবধূ। স্থানীয় ইউপি সদস্য সহিদুল ইসলাম জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে ছোট একটি ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হবে শিগগির। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব গৃহবধূ আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জুয়া খেলাকে কেন্দ্র যে ঘটনাটি ঘটেছে, তা খুবই নিন্দনীয়। বিষয়টি থানায় অবগত করার জন্য ভুক্তভোগী গৃহবধূকে পরামর্শ দেওয়া হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকাল অফিসার ডা. আবুল কাশেম জানান, গৃহবধূকে কামড়ের ক্ষত গুরুতর। কোনো জীব-জন্তুর কামড় থেকে মানুষের কামড় খুবই ক্ষতিকারক। হাসপাতাল থেকে গৃহবধূর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে গৃহবধূ আহত হওয়ার বিষয়ে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×