ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মান্দায় কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ধানবীজ বিতরণ

প্রকাশিত: ০১:২৩, ৫ ডিসেম্বর ২০১৭

মান্দায় কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ধানবীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মঙ্গলবার দুপুরে নওগাঁর মান্দায় বোরো মৌসুমের জন্য জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ ও ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। হারভেস্ট প্লাস বাংলাদেশের সহায়তায় বেসরকারি সংস্থা সিসিডিবি কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করে। সিসিডিবি মান্দা শাখা কার্যালয়ের এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ প্রধান অতিথি ছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, সিসিডিবির এলাকা সমন্বয়কারী রনজিত কুমার সাহা, কর্মসূচী কর্মকর্তা কাওছার আল মামুন, শাখা ব্যবস্থাপক লালমোহন সরকার, কৃষক ভগিরত তাঁতী প্রমুখ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমের জন্য উপজেলার ১ হাজার ২শ. কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক কৃষককে একবিঘা জমির জন্য ৩ কেজি করে বীজ দেয়া হয়েছে।
×