ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০১:২২, ৫ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর আলামিননগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে দ্বিতীয় দিনের অভিযানে সীমানা পিলারের ভেতরের আরো প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এ সময় পূবালী সল্ট, পপুলার জুট মিলস, হাফিজ জুট মিলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতবাড়ির সামনে নদী দখল করে গড়ে তোলা ২০টি পাকা দেয়াল, ৫টি সেমি পাকা ঘর, ৫টি পাকা সিঁড়ি, ১০টি কাঁচা স্থাপনাসহ প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নদীর তীরে একটি অবৈধ ড্রেজার ও পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি। এ সময় উপস্থিত ছিলেন -বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ গুলজার আলী, উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, মোহাম্মদ শাহআলম, নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের পরিদর্শক আবু তাহের খান প্রমুখ। উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রণী, এক্সাভেটর (ভেকু), টাগবোটসহ বিপুল সংখ্যক উচ্ছেদ কর্মী, পুলিশ, আনসার ও ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, সোমবার ও মঙ্গলবার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরণের ছাড় দেয়া হবেনা। তিনি আরো জানান, শীতলক্ষ্যার তীর রক্ষায় আরো ১৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।
×