ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে কয়েকটি গাড়ি ভাঙ্গচুর চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ০১:১৪, ৫ ডিসেম্বর ২০১৭

রাজধানীতে কয়েকটি গাড়ি ভাঙ্গচুর চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর চালিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় এক পুলিশ সার্জেন্টের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলামসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুরান ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মোঃ আকতারুজ্জামানের আদালতে হাজিরা শেষে খালেদা জিয়া তার গাড়িবহর নিয়ে চলে যাওয়ার পর গাড়ি ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের কার্যক্রম শেষে বিকেলে খালেদা জিয়া তার গুলশানের বাসভবনের উদ্দেশে চলে যান। এ সময় ছাত্রদলসহ বিএনপির কর্মীরা মিছিল করে আসছিল। হাইকোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের দিকে তাদেরকে ধাওয়া করে পুলিশ। এ সময় তারা সচিবালয়ের সামনে আবদুল গণি সড়কে গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানিয়েছেন, দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে সচিবালয় এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল কর্মীরা। এ ঘটনায় ওই এলাকা থেকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিএনপির ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বেলা তিনটার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে গুলশানের বাসায় যাওয়ার পথে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার কাছ থেকে তাকে আটক করা হয়।
×